«

»

Sadik

বাংলাদেশ এবং ভারত এর মধ্যে চলছে তুমুল সাইবার যুদ্ধ………

বাংলাদেশী হ্যাকারদের সঙ্গে ভারতীয় হ্যাকার গ্রুপ গুলোর শুরু হওয়া সাইবার যুদ্ধ চলছে। ইতিমধ্যে ভারতীয় হ্যাকাররা প্রায় দু’শ বাংলাদেশী ওয়েবসাইট হ্যাক করেছে, প্রকাশ করে দিয়েছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের ডাটাবেজ সহ গোপন অনেক তথ্য। তবে সিকিউরিটি রে জানিয়েছে, ইন্ডিশেল এ পর্যন্ত একশটি ওয়েবসাইট হ্যাকিংয়ে সক্ষম হয়েছে। অপরদিকে বাংলাদেশী হ্যাকার গ্রুপগুলোর দখলে রয়েছে ১০ হাজারেরও বেশি ভারতীয় ওয়েবসাইট। সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ছাড়াও ব্যক্তিগত, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায় প্রতিষ্ঠানের ওয়েবসাইটও রয়েছে এ তালিকায়। বাংলাদেশী হ্যাকার গ্রুপগুলোর ক্রমাগত আক্রমণ এখনও চলছে। ইন্ডিয়ান পর্ণসাইটগুলাও এখন হ্যাকারদের দখলে। আমি নিজে কিছু ওয়েবসাইট এ গিয়ে একি চিত্র দেখতে পেলাম।

আমাদের সাথে যোগ দিচ্ছে একাধিক আন্তর্জাতিক হ্যাকার গ্রুপও। বিশ্বের সবচেয়ে বড় এবং আলোচিত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসও বাংলাদেশী হ্যাকার গ্রুপগুলোর সঙ্গে কাজ করবে বলে ইতিমধ্যে তথ্য পাওয়া গেছে। আপনারা যদি বাংলাদেশ এর এই যোদ্ধাদের সাথে থাকতে চান তবে ফেসবুক এ বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হাকারস নামের এই গ্রুপটিতে যোগ দিতে পারেন।

https://www.facebook.com/pages/Bangladesh-Black-HAT-Hackers/223971171015070

আরও জানতে এখানে যেতে পারেন।

http://tech.priyo.com/news/security/2012/02/12/2336.html


মন্তব্য দিনঃ

comments

About the author

Sadik

ছোটবেলা থেকেই কম্পিউটার এর প্রতি অনেক আগ্রহ ছিল। যার জন্য ইন্টারমিডিয়েট এর শুরু থেকে টিউশনি করে টাকা জমিয়ে ২০১১ সালে এর এপ্রিল এ কম্পিউটার কিনি। বর্তমানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা করছি। সারাদিন পিসির সামনে বসে থাকি। প্রতিদিনি শিখছি। ইচ্ছা আছে ফ্রিলানসিং এ একটা ভালো অবস্থানে যাবার। বই পড়তে আর নতুন নতুন যায়গায় ঘুরতে ভালবাসি। ফটোগ্রাফিরও শখ আছে।

Permanent link to this article: http://techtweets.com.bd/web-internet/shiblee/20348

3 comments

 1. saiam

  ভাই, আমরা ছোটখাটো মানুষেরা কি এখানে কোনও ভুমিকা রাখতে পারব না?
  খুব ইচ্ছা করছে।

  1. Sadik
   Sadik

   আপাতত ওদের ফেসবুক গ্রুপ এ অংশ নিয়ে যোগাযোগ করতে পারেন।

 2. AbuTaleb

  আন্তর্জাতিক মিডিয়া গুলু ভালই নিউজ করতেছে 🙂
  http://www.redialme.com/?p=359

  http://in.news.yahoo.com/bangladeshis-hacked-20-000-indian-websites-143344067.html

মন্তব্য করুন