কুমিল্লা আইটি – প্রযুক্তির ভালবাসা
প্রযুক্তির ভালবাসা ও মানুষের অজানাকে জানাতেই কুমিল্রা আইটি ।
কুমিল্রা আইটি
আপনাদের অনেকেই জানেন কুমিল্রা আইটি এর কথা। এখানের অনেকেই আবার কুমিল্রা আইটি এর নিয়মিত পাঠক ও লেখক। আজ অনেক দিন হয়ে গেল কুমিল্রা আইটি প্রকাশ হওয়ার পর কোন রিভিউ লেখিনি কুমিল্রা আইটি সম্পর্কে। আজ লিখছি। আপনাদের জেনে ভালো লাগবে যে কুমিল্রা আইটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট। গত ১লা জুন কুমিল্রা আইটি প্রযুক্তির ব্লগ হিসেবে আত্ম প্রকাশ করে। এর মধ্যে কুমিল্রা আইটি অনেক দূর এগিয়ে গিয়েছে। যার জন্য কুমিল্রা আইটি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।
কুমিল্রা আইটি কেন?
বাংলা ভাষায় অনেক গুলো ব্লগ রয়েছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটি হচ্ছে কমিউনিটি ব্লগ। আর প্রযুক্তি বিষয়ক কমিউনিটি ব্লগ কমই আছে। নিজের মাতৃ ভাষায় প্রযুক্তি কে জানা ও নিজের জ্ঞান সবাইকে জানানোর জন্যই কুমিল্রা আইটি।
কুমিল্রা আইটি কার বা কাদের?
ব্যক্তিগত ব্লগের মালিক থাকে। কিন্তু কমিউনিটি ব্লগের কোন মালিক থাকে না, প্রতিষ্ঠাতা থাকে।কুমিল্রা আইটি একটি কম্পিউনিটি ব্লগ সাইট, এর মালিক আপনি, আমি, আমরা সবাই। যারা লেখে এবং যারা পড়ে সবারই কুমিল্রা আইটির প্রতি অধিকার ও দায়িত্ব আছে রয়েছে।
কি আছে কুমিল্রা আইটি এ?
একটি খালি পাত্রে কিছুই থাকে না,কুমিল্রা আইটি একটি খালি পাত্রে মত। একে পূর্ন করার দায়িত্ত্ব সবার। আজকে আমি একটা বিষয় লেখে গেলে আমার পরবর্তী প্রজন্ম সহজেই সে বিষয়ে জানতে পারবে। সে কথা চিন্তা করে আমাদের সময় হলে কিছু লেখা উচিত। অনেকেই ইতিমধ্যে অনেকেই অনেক সুন্দর বিষয় শেয়ার করছেন কুমিল্রা আইটি এ। তার মধ্যে উল্ল্যেখ যোগ্য বিষয় হচ্ছেঃ
-
টিপস এন্ড ট্রিকস
-
কৌতুক
-
খবর
-
ডাউনলোড
-
গেমস
-
টিউটরিয়াল
-
কম্পিউটিং
-
ইন্টারনেট
-
মোবাইলীয় সহ আরো অনেক কিছু।