Angry Birds গেমসটা রিলিজ হওয়ার পর থেকে নিয়মিত খেলে আসছে সবাই মজার এ গেমসটি। মূলত আইফোনের জন্য গেমসটি ডেভলপ করা হয়। কিন্তু গেমসটি এতই জনপ্রিয় হয় যে নোকিয়া, গুগল ক্রোম ইত্যাদি এ গেইমসের ভার্সন রিলিজ করেছে।
গুগল ক্রোমের ১ নাম্বার featured গেইম হল Angry Birds। পাখিদের ডিম চুরি করে নিয়ে যায় শুকরের দল, এই ডিম উদ্ধারে পাখিরা অভিযান শুরু করে। গুলতি দিয়ে বুদ্ধিমত্তার সাথে একের পর এক শুকরের ডেরা ধ্বংস করে যেতে হয়। অসাধারন একেকটা পাখির একেক রকম ability। কেউ বোমা মারে, কেউ নিজেই বোমা, কেউ আবার ৩ ভাগে ভাগ হয়ে যায়, কেউ আবার স্টান্ট প্লেনের মতন ৩৬০ ডিগ্রি ঘুরে যায়।
Angry Birds খেলার জন্য ক্রোম স্টোর থেকে থেকে ইনস্টল করে নিন। তার পর এবার আপনার ক্রোমের হোমপেইজে গেমসটি দেখতে পাবেন। গেমসটি HD এবং SD দুই রেজুলেশনেই পাবেন। যেকোন একটা সিলেক্ট করুন। প্রথমবার লোড হতে একটু দেরি হবে কারন গেমসটি ডাউনলোড হবে তার পর খেলতে থাকুন।
http://techtweets.com.bd/selected/dihan91/7211 এখানে গেমসটির ডেক্সটপ ভার্সন পাবেন।
4 comments
Skip to comment form ↓
saiam
01/07/2011 at 5:57 অপরাহ্ন (UTC 6) Link to this comment
গেমটা খুব্বব্বব্বব্বব্বব্বব্বি মজার।
MNUWORLD
01/07/2011 at 8:51 অপরাহ্ন (UTC 6) Link to this comment
ধন্যবাদ গেমটি শেয়ার করার জন্য।
হাসান
02/07/2011 at 1:42 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
ধন্যবাদ । ক্রোম স্টোর এ ঢোকা যাচ্ছেনা।
Rejaul islam Reja
16/12/2011 at 11:27 অপরাহ্ন (UTC 6) Link to this comment
ধন্যবাদ