গুগলের চমৎকার সব প্রোডাক্টের সাথে আমরা সবাই পরিচিত। যেমন পিকাসা, ক্রোম ব্রাউজার, ক্রোম অপারেটিং সিস্টেম ইত্যাদি। এরকম আরেকটি চমৎকার প্রোডাক্ট হল গুগল আর্থ বা গুগল পৃথিবী। গুগল আর্থ ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের মনিটরেই 3D পৃথিবী দেখার মজা উপভোগ করতে পারবেন।
কি কি পাবেন গুগল আর্থ এর সাহায্যেঃ
কি কি পাবেন গুগল আর্থ এর সাহায্যেঃ
- 3D বিল্ডিং
- সাগর মহাসাগর
- ঐতিহাসিক স্থান
- গাছপালা
- পথ ঘাট
- কোন স্থানের সংশ্লিস্ট ছবি সহ আরো অনেক কিছু
এ সব কিছু উপভোগ করতে আপনাকে ডানলোড করতে হবে গুগল আর্থ।
ডাউনলোডের জন্য ভিজিট করুন। এখানে গিয়ে Google earth 6 এ ক্লিক করুন। তার পর ইন্সটল করে নিন।
আপনি যদি কোন কিছু দেখতে চান তাহলে উপরের ছবির মত দেখতে পাবেন।
ধন্যবাদ আপনাদেরকে।
3 comments
টুইটার অনির্বাচিত
27/05/2011 at 9:07 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
গুগল এখন আমাদের পথ চলার সঙ্গী। এখন আর আমরা কোথাও গিয়ে হারিয়ে গেলেও সমস্যা নেই, গুগল আর্থ তো আছেন 😀 😛 😛
ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য
MNUWORLD
27/05/2011 at 12:35 অপরাহ্ন (UTC 6) Link to this comment
গুগল আমাদের একের পর এক সার্ভিস দিয়ে যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
লিটু সরকার
28/05/2011 at 10:30 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
Fine Software. Thanks