টোটোলিংক ব্র্যান্ডের জি১৫০আর এবং জি৩০০আর মডেলের রাউটার
দেশের বাজারে এসেছে কোরিয়ার খ্যাতনামা টোটোলিংক ব্র্যান্ডের থ্রিজি/ফোরজি প্রযুক্তি সমর্থিত নতুন দুইটি ওয়্যারলেস রাউটার। মডেল: জি১৫০আর এবং জি৩০০আর।ব্যবহারকারীর সর্বোৎকৃষ্ট অ্যাকসেস কন্ট্রোলের জন্য রাউটার দুইটিতে রয়েছে মাল্টিপল এসএসআইডি, ব্যান্ডউডথ কন্ট্রোলের জন্য রয়েছে কিউওএস এবং নিরাপত্তার জন্য রয়েছে উন্নত প্রযুক্তির ডাব্লিউপিএ/ডাব্লিউপি২।জি১৫০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। রাউটারটির রয়েছে ১*৫ডিবিআই একটি ফিক্সড অ্যান্টেনা যার দ্বারা নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযুক্ত থাকে।
জি৩০০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ৩০০ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। রাউটারটির রয়েছে ২*৫ডিবিআই দুইটি ফিক্সড অ্যান্টেনা যার দ্বারা নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযুক্ত থাকে।রাউটার দুইটিতে রয়েছে ইউএসবি পোর্ট যার মাধ্যমে থ্রিজি মডেম সংযোগ দেয়া যায়। ল্যান, ওয়্যান এবং ভিল্যান ইন্টারফেস সমর্থিত এই রাউটার দুইটির মূল্য যথাক্রমে ২১০০ টাকা এবং ২৫০০ টাকা।জি১৫০আর এবং জি৩০০আর মডেলের টোটোলিংকের নতুন এই দুইটি ওয়্যারলেস রাউটার বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। আরো জানতে ভিজিট: www.globalbrand.com.bd।