কখনো কি মনে হয় বেশ কিছু বিষয় এর উপর আপনি খুব বিরক্ত !
বন্ধু-বান্ধব , অভিভাবক অভিভাবিকা , সমাজের উপরে আপনি তিত বিরক্ত। তাদের বিরুদ্ধে রয়েছে আপনার হাজারো অভিযোগ ! আসুন তাহলে নীচের ছবি গুলিকে একটু দেখে নিই-
আমার আপনার সকলের দেশেই সর্বদা রয়েছে –দুই ধরনের সমাজ চিত্র। আমরা সর্বদা শুধু উপরতলার মানূষগুলির কথা ভাবি আর মনে মনে হয়তো হতাশা গ্রস্ত হয়ে পড়ি , হয়তো বা তাদের উপরে নীরবে বর্ষণ করি অভিসম্পাত।হয়তো বা মহান স্সৃষ্টিকর্তার উপরে হয় অভিমান!
কিন্তু মনে রাখবেন আপনি পৃথিবীর ৩০ % ভাগ্য বানদের মধ্যে অন্য তম ।আর বাকি ৭০ % মানুষের কাছে আপনার অবস্তাটাও একটা একটা স্বপ্নে পাওয়া আলাদিনের প্রদীপের দানের মত।
আমার আপনার সন্তান সন্ততি বা ভাই –বোনেরা কি একই পড়া বার বার পড়তে বিরক্ত?
কিন্তু একই কয়েনের উলটো পিঠটা একটু দেখুন –এরা কিন্তু পড়তে চাই , এদের কোন বিরক্তি নেই।
কারো সন্তানের গ্রীন ভেজিটেবলস নয় , পেস্ট্রীও নয় পিজা ই তার প্রথম পছন্দ ।
এদের কোনো পছন্দ নেই !
কেউ বা সন্তান দের ডায়েটিং এ এ রেখেছেন – যদি সোনা মনি একটু বাল্কি হয়ে যায় !
এরা ডায়েটিং বোঝে না – এরা শুধুই খেতে চায়!
কোনো কোনো বাবা মায়ের সন্তানের প্রতি অতি যত্ন, অতি ভালোবাসা (Super protection ) – তাদের সন্তানদের ই বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।
কারোর বাবা মা ই নেই !
কেউ কেউ একই একই ভিডিও গেম খেলে বোর হয়ে যায়।
এদের গেমের নতুন কোনো অপশন্ ই নাই !
আপনি যখন Adidas বা Nike পছন্দ করছেন তখন আপনার সন্তানের পছন্দ হয়তো Reebok
এদের কিন্তু একটিই ব্র্যান্ড !
বাবা মা যখন গেম বা টিভি ছেড়ে এদের ঘুমোতে যেতে বলে এরা অনেক আপসেট হয়।ঘুমোতে যেতেই চায় না ।
কে ? কে ? এদের উঠাবে বলেন ! এরা যে ঘুম থেকে উঠতেই চায় না !
তাই –
DON’T COMPLAIN…
AND IF, INSPITE OF EVERYTHING, YOU KEEP GETTING YOURSELF WORRIED…
LOOK AROUND YOU.. THANK ALLAH !
FOR EVERYTHING THAT HE ALLOWS YOU TO HAVE IN THIS BRIEF LIFE…
এই চিত্রকল্প যদি কয়েক সেকেন্ড ও আপনাকে ভাবায় তবেই এই টিউনের সার্থকতা ।
সকলেই ভালো থাকবেন , অপরকে ভালো থাকতে সাহায্য করবেন ।
9 comments
1 ping
Skip to comment form ↓
Sadik
18/12/2011 at 11:06 অপরাহ্ন (UTC 6) Link to this comment
Thanks a lot for this nice post.
zahid hassan
19/12/2011 at 9:26 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
একমিনিট জন্য হলেও স্তব্ধ হ্ইয়ে গেলাম… ধন্যবাদ টিউনের জন্য।
Rejaul islam Reja
19/12/2011 at 9:31 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
আপনাকেও ধন্যবাদ ।
Azmol Huda Khan
19/12/2011 at 9:44 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
তব্ধ হ্ইয়ে গেলাম… ধন্যবাদ টিউনের জন্য।
Nazrul
19/12/2011 at 9:31 অপরাহ্ন (UTC 6) Link to this comment
বয়সে ছোট হবে তাই তুমি সম্বধন করলাম,
ভাই তোমার টুইটটি কাউকে এক মিনিটের জন্য স্তব্ধ করলেও কাউকে চিরদিনের জন্যও স্তব্ধ করে দিতে পারে,
তার নিজের ‘অবস্থান’ ‘চাহিদা’ ও ‘প্রাপ্তি’ বিবেচনা করে নিজেকে সংযত ও সংশোদন করার মত মানুষিকতা তৈরী হবে । মানুষের বিবেককে জাগিয়ে তুলতে পারে এ ধরনের টুইট বেশী বেশী হওয়া প্রয়োজন, আমরা কেহই নিজের অবস্থনে সন্তুষ্ট নই, বেশী চাই, আরো চাই, এই চেষ্টায় থাকি, ফলশ্রুতিতে বিভিন্ন অপরাধে জরিয়ে পড়ি । আমাদের সন্তানদের‘তো এটাই শিখাচ্ছি দেখাচ্ছি, তাদের মানুষ হওয়ার চেয়ে শুধু বড় হওয়াটাই শিখাচ্ছি, যাই হওক, আমরা শুধু সফ্টঅয়্যার নিয়ে ব্যস্ত না থেকে এ ধরনের বিবেক সচেতন মূলক টুইট হওয়া বেশী প্রয়োজন । সবাইকে ধন্যবাদ, আর হ্যাঁ, রেজা তোমার এ টুইটটি এ ব্লগের এযাবৎ কালের সেরা টুইট বলে মনে করি । এগিয়ে যাও………. গন্তব্যের সীমারেখা রেখো না ………………………
Nazrul
19/12/2011 at 9:42 অপরাহ্ন (UTC 6) Link to this comment
মডারেট’কে আবারও অনুরোধ করছি ‘মন্তব্য এডিট’ করার সুযোগটি আবার চালু করার জন্য, বানানগুলো সংশোধন করা যায়।
কারন ‘সাবমিট’ করার পর ভূল বানান গুলো ধরা পড়ে বেশী ( অন্তত: আমার বেলায় ) হা….হা….হা……
jakir
21/12/2011 at 7:30 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
ড্যাসবোর্ড এ ঢুকে কমেন্ট এ ক্লিক করলে আপনার কমেন্ট গুলো এডিট করতে পারবেন।
ধন্যবাদ নজরুল ভাই।
MNUWORLD
25/12/2011 at 2:52 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
লোম দাড়িয়ে গেছে আমার । স্তব্ধ করে দিয়েছে আমাকে। ধন্যবাদ আপনাকে এই রকম একটি টুইট করার জন্য।
muzahid
29/12/2011 at 2:06 অপরাহ্ন (UTC 6) Link to this comment
অস্বাধারণ লিখেছেন। এই গুলো দেখার পরো আমাদের সুখ নাই বলি। আমরা বিপদে আছি বলি। শুকরিয়া আল্লাহর।
ভাই আপনার লেখা এই পোষ্ট সবারব্লগে প্রকাশ করা হয়েছে। যদি আপনার অনুমতি ছাড়া প্রখাশ হয়ে থাকে তাহলে একটু জানাবেন। http://sobarblog.com/shouravilu/8393
কখনো কি মনে হয় বেশ কিছু বিষয় এর উপর আপনি খুব বিরক্ত ! অনেকের বিরুদ্ধে রয়েছে আপনার হাজারো অভিযো
29/12/2011 at 1:51 অপরাহ্ন (UTC 6) Link to this comment
[…] http://techtweets.com.bd পছন্দের পোষ্টে যোগ করুন ব্লগার শাহানেওয়াজ হোসেন লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার শাহানেওয়াজ হোসেন সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২৬৯ টি এবং মন্তব্য করেছেন 1726 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার শাহানেওয়াজ হোসেন এর প্রোফাইল দেখুন । […]