«

»

Onnomanush

কোন বিজ্ঞাপন ছাড়া,Full HD 1080p তে দেখুন বাংলাদেশ বনাম ভারতের সব ওয়ানডে ম্যাচ ।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি জিততে পারলে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পথটা পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের। র‌্যাংকিং আর রেটিং পয়েন্টের হিসাব-নিকাশ চাপ হোয়ে যেতে পারে টাইগারদের। তাই র‌্যাংকিং মাথায় না নিয়ে সিরিজটা উপভোগ করার পক্ষে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। সিরিজের প্রথম ওয়ানডে কাল বিকাল তিনটায়।

ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট আটাশি। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে টেবিলে সাত নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। আর ৮৭ রেটিংধারী পাকিস্তান আছে নয় নম্বরে। ভারতের বিপক্ষে এই সিরিজে একটি ম্যাচ জিতলেও, ক্যারিবীয়দের পেছনে ফেলে সাতে উঠে যাবে বাংলাদেশ। আর ৩-০ ব্যবধানে হেরে গেলে নয়ে নেমে যাবে টাইগাররা।

আর যদি ৩-০ তে বাংলাদেশ জেতে, তাহলে রেটিং পয়েন্ট হবে ৯৫। বর্তমানে ছয় নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৬। তাই ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে ওঠাও সম্ভব বাংলাদেশের।

বাংলাদেশ বনাম ভারতের সব ওয়ানডে ম্যাচ সরাসরি দেখতে – এখানে ক্লিক করুন


মন্তব্য দিনঃ

comments

About the author

Onnomanush

Onnomanush

আমি একটা পাগল!!!!!!!!তবে প্রজুক্তির প্রেমে।

Permanent link to this article: http://techtweets.com.bd/uncategorized/onnomanush/64800

মন্তব্য করুন