পিএইচপিতে আমরা এখন দু ধরনের অ্যারে সম্পর্কে জানি। আরেকধরনের অ্যারের সাথে আপনাদের আজ পরিচয় করিয়ে দেব যাকে বলা হয় multidimensional array, এটি এমন একটি অ্যারে যাতে আরো একাধিক অ্যারে থাকে। চলুন শুরু করা যাক।
নিচের উদাহরনটি দেখুন
<html>
<body>
<?php
$abc=array(“food”=>array(“rice”,”fruit”,”vegetable”),”liquid”=>array(“water”,”milk”,”honey”));
echo $abc[‘food’][0];
echo “<br>”;
echo $abc[‘liquid’][2];
?>
</body>
</html>
এখানে $abc নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার আছে যাতে array() ফাংশনের মাধ্যমে food ও liquid নামের দুটি প্রকোষ্ঠ তৈরি হয়েছে। এই প্রকোষ্ঠ দুটি আবার প্রত্যেকেই একেকটি অ্যারে। যেমন food আরেতে আছে “rice”,”fruit”,”vegetable”। food এর জন্য এই মানগুলো নির্ধারন করা হয়েছে array(“rice”,”fruit”,”vegetable”) এর মাধ্যমে। ফলে food নামের অ্যারেতে(যা $abc ভেরিয়েবলের জন্য প্রকোষ্ঠ হিসেবে কাজ করছে) o,1,2 নামের তিনটি প্রকোষ্ঠ তৈরি হল যাদের প্রত্যেক্টিতে rice,fruit,vegetable এর একটি করে আছে। একইভাবে liquid এর জন্য “water”,”milk”,”honey” মানগুলো নির্ধারণ করা হয়েছে।
echo $abc[‘food’][0];
এই লাইনে $abc[‘food’][0] বলতে বোঝাচ্ছে “rice”। কিভাবে ?
$abc[‘food’] বলতে বোঝানো হচ্ছে food প্রকোষ্ঠে যে অ্যারে আছে তাকে, আর [‘food’][0] বলতে বোঝানো হচ্ছে food এর ০ নাম্বার প্রকোষ্ঠে যে ডাটা আছে তাকে।
আউটপুট পাবেন নিচের মত।
এইতো!!!! আশা করি multidimensional array ব্যাপারটিও আপনারা আয়ত্ত করতে পারছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
4 comments
Skip to comment form ↓
Masud
06/09/2011 at 10:20 অপরাহ্ন (UTC 6) Link to this comment
1ly thanks to win the টেক ব্লগিং কন্টেস্ট ২০১১ . 2ly thanks for PHP Tutorial.
MITHU
07/09/2011 at 8:00 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
🙂 আপনাকেও অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য।
Barun P Mondal
15/09/2011 at 11:35 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
সব গুলো নামিয়ে নিলাম। পরবর্তীর জন্য অপেক্ষায় থাকলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এগুলো শেয়ার করার জন্য।
Abrar Tahmid
19/10/2011 at 9:26 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
Mithu vai apnar dea sobgulo PHP tutorial pc te save kore rekhesi . Bes vloi lagse porte & sei sathe sekharo chesta korsi . Thamaben na plz .R sese osonkho dhonnobad apnar ai sundor tutorial er jonno