কম্পিউটার সাথে সফটওয়্যার শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের ফুয়েল। সহজ ,সুন্দরভাবে ও অল্প সময়ে নানা কাজ করতে আমাদের নানা সফটওয়্যারের শরণাপন্ন হতে হয়। এই উদ্দেশ্য আমাদের সফট কিনতে হয় । অথবা ক্রেক করা সফট ব্যবহার করতে হয়। ক্রেক করা সফট ব্যবহার করতে গিয়ে নানা ধরনের অযাচিত সমস্যায় পড়তে হয়। অনেক সফটওয়্যার আছে যেগুলো খুব ব্যয়বহুল বা কিনার সামর্থের বাইরে। তাই আপনাদের আজ কিছু প্রয়োজনীয় ওপেন সোর্স সফটওয়্যারের সাথে সাথে পরিচয় করিয়ে দেব।
ওপেন অফিস
কম্পিউটারে কাজ করি অথচ মাইক্রসফট অফিস ব্যবহার করি না নিশ্চয় ব্যাপারটি এমেজিং একটা ব্যাপার হবে। যা ব্যবহার করতে হয় আমাদের পে করে। ক্রেক করা ভার্শন ব্যবহার করলে হয়ত কিছু দিন পরেই নানা সমস্যার সৃষ্টি করে।যেমন
এইসব সমস্যা থেকে আমরা মুক্তি পেতে আমরা ব্যবহার করতে পারি ওপেন অফিস। মাইক্রসফট অফিসের সবচেয়ে ভাল বিকল্প হচ্ছে এই সফটওয়্যার। ডকুমেন্ট, স্পেডসিট, উপস্থাপনা প্রভৃতি পরিচালনায় ভাল একটি বিকল্প হচ্ছে এই সফট।
এটি ওপেন সোর্স সফট যা দিয়ে মাইক্রোসফট অফিসে যা সম্ভব সবই করা যায়।
সফটটি ডাউনলোড করতে
Jzip
Jzip সফটওয়্যার ওপেন সোর্স ভিত্তিক যা দিয়ে সহজ ও স্বচ্ছন্দে বিভিন্ন বিভিন্ন আর্কাইভ ওপেন বা এক্সট্রাক্ট করা যাবে। এটি দ্বারা জিপ, রার(rar), gzip,টার (tar), 7zip, iso ফাইল ওপেন করা যায় ও এক্সট্রাক্ট করা যায়।
Win zip or Win rar গুলো লাইসেন্স ক্রয় করতে হয়।সফটটি ডাউনলোড করতে হবে এখান থেকে।
Foxit PDF Reader
Adobe pdf রিডারের একটি ভাল বিকল্প হচ্ছে এই সফটওয়্যারটি নিঃসন্দেহে। এটিAdobe থেকে দ্রুত। এইটির ব্যতিক্রম কয়েকটি বৈশিষ্ট্য কারনে আপনাদের অনেকেরই ভাল লাগবে আশা করি।
CDBurnerXP
সিডি ডিভিডি বার্ন করার একটি ফ্রি সফটওয়্যার হচ্ছে CDBurnerXP Blue ray or HD-DVD
ও এটি দ্বারা বার্ন করা যায়। এটি আইসও ক্রিয়েট বা বার্ন করার ফিচার সমৃদ্ধ।
Notepad++
Notepad এর বিকল্প হিসেবে Notepad++ ব্যবহার করা যায়। যাতে বাড়তি কিছু সু্যোগ রয়েছে।
বিভিন্ন ফাইল মডিফাই করার জন্যে।
4 comments
Skip to comment form ↓
Rain Bo
17/05/2012 at 1:24 অপরাহ্ন (UTC 6) Link to this comment
ধন্যবাদ আপনাকে। ভাল কিছু পাইলাম আপনার এই টুইট থেকে। আরো নতুন কিছু পাবার আশাই রইলাম >>>>>>>>ঃ)
Manjurul Hoque
17/05/2012 at 1:43 অপরাহ্ন (UTC 6) Link to this comment
ওয়েলকাম। চেষ্টা করব ইনসাআল্লাহ নতুন কিছু দেবার।
Neon Hasan
17/05/2012 at 3:58 অপরাহ্ন (UTC 6) Link to this comment
ভাল কাজে লাগবে।
Nicotine Rasel
25/05/2012 at 8:31 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
just start sign up and start earning. within 2-3hours you will earn 25$
it is not a ptc site. only normal worker can earn from here. instant payout. last night i work here and i pay money. here is the link below
http://peoplestring.com/?u=rasel90