ইয়াহু Contacts list এ আপনার ইয়াহু মেইল একাউন্ট সংরক্ষিত আছে। এই Contacts গুলো ইয়াহুমেসেঞ্জারের একটি অংশ । গুগল প্লাস হল সাম্প্রতিক সামাজিক গুগলের নেটওয়ার্কিং পোর্টাল যা বর্তমানে সোসাল নেটওয়ার্কিং ঝড় তুলেছে। এখন এই টিউটোরিয়ালে আমরা কিভাবে ইয়াহু মেইল Contacts গুলোর সাথে গুগল ‘অ্যাকাউন্ট সিঙ্ক করতে হয় তা শিখব।
Yahoo contact থেকে গুগল প্লাস এ আমন্ত্রণযোগ্য , কারণ বর্তমানে Google কেবলমাত্র 2 পোর্টাল ইয়াহু হল তার একটি।আসুন টিউটোরিয়াল শুরু করি। ও কমেন্ট করতে ভুলবেন না। আপনার ভাল লাগ আর না কমেন্ট করে জানান।
STEP – 1:
প্রথমে আপনার গুগল প্লাস অ্যাকাউন্ট লগ করুন। উপরে বৃত্ত মেনুতে ক্লিক করুন
STEP – 2:
Circles Section এ Find and Invite ক্লিক করুন
STEP – 3:
একটি সাব মেনু প্রদর্শিত হবে। এখন ইয়াহু আইকন বা লিঙ্ক ক্লিক করুন ।
STEP – 4:
একটি নতুন উইন্ডো খুলবে যা আপনার ইয়াহু একাউন্ট ব্যবহারের নিজের প্রবেশাধিকার চাইবে। প্রবেশাধিকার প্রদানের পরে ইয়াহু একাউন্টেরতথ্য Google Plus আনার ব্যপারে আপনি রাজি কিনা? আপনি এক মত হন, Agree বাটন ক্লিক করুন ।
STEP – 5:
গুগল প্লাস এ স্বয়ংক্রিয়ভাবে ইয়াহু থেকে আপনার contacts ডাউনলোড হবে, একই ওয়েব পেইজ এ দেখাবে
1 comment
jakir
09/09/2011 at 9:49 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
আপনার টুইট গুলো সত্যি দরকারি।।