বন্ধুরা, কেমন আছেন সবাই। গতপর্বে আমরা দেখেছিলাম কিভাবে ফটোশপে বইয়ের কাভার তৈরি করা যায়। আজ এর পূর্ণতা দেব। আমরা গতপর্বে নিচের ছবির মত তৈরি করেছিলাম।
এখন নতুন একটি লেয়ার তৈরি করুন সব লেয়ারের উপরে এবং পেন টুল সিলেক্ট করে ত দিয়ে নিচের মত শেপ তৈরি করুন।
এবার শেপ এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে make selection করুন।
এর ফলে একটি ডায়লগ বক্স আসবে। ok করুন। ফলে সিলেকশান তৈরি হবে।
এবার গ্রাডিয়্যান্ট টুল সিলেক্ট করুন এবং এর জন্য নিচের মত সেটিং ঠিক করুন।
এখন সিলেকশানের মাঝ থেকে ডানে বা বামে মাউস ড্র্যাগ করুন। ফলে নিচের মত পাবেন।
এবার নিচের চিত্রের মত gradient overlay এবং dropshadow এপ্লাই করুন।
এবার এই লেয়ারের একটি ডুপ্লিকেট তৈরি করুন।
ডুপ্লিকেট লেয়ারটিকে মুভ টুল সিলেক্ট করা অবস্থায় এরো প্রেস করে নিচের মত করে কিছুটা বামে সরান। ফলে নিচের মত পাবেন।
এভাবে আরো কিছু ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন এবং প্রতিটা লেয়ারই কিছুটা বাম দিকে সরান তার পূর্ববর্তী লেয়ারের। ফলে নিচের মত পাবেন।
পেজ তৈরি করা এই লেয়ারগুলো ছাড়া বাকি সব লেয়ারগুলোকে hide বা অদৃশ্য করুন।
এ অবস্থায় layer->marge visible সিলেক্ট করুন। ফলে পেজের লেয়ারগুলো এক লেয়ারে পরিণত হবে।
এই লেয়ারটির ডুপ্লিকেট তৈরি করুন এবং edit->transform->flip horizontal সিলেক্ট করুন। ফলে ডুপ্লিকেটেড লেয়ারটি মূল লেয়ারের উলটা হবে। এই লেয়ারকে পাশে নিয়ে আসুন এবং সেই সাথে অদৃশ্য লেয়ার গুলোকেও দৃশ্যমান করুন।
এবার পেইজে আপনার ইচ্ছামত টেক্সট যোগ করুন।
এইতো!!!! হয়ে গেল আপনার তৈরি করা বই।
ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।
1 comment
masudul-alam
29/08/2011 at 10:37 অপরাহ্ন (UTC 6) Link to this comment
onek sondor nd shoje hoyace. bai apni chaliea jan. (m sory 4r eng cmt) bcoz i use mobile net.