বন্ধুরা, আমরা সবাই জানি সি প্রোগ্রামিং এর কথা। মূলত একে বলা হয় “Mother of all language”.। সব ল্যাংগুয়েজের মাতা বা বেসিক এই সি। চলুন আমরা সি দিয়ে কিছু মজার মজার প্রোগ্রাম করার চেষ্টা করি।
ছোটবেলায় লসাগু গসাগুর অংক আমরা সবাই করেছি। এখন এমন কোনো প্রোগ্রাম যদি বানানো হয় সি তে যা গসাগু হিসেব করবে তাহলে কেমন হয়। আসুন বন্ধুরা আমরা সেই প্রোগ্রাম বানানোর চেষ্টা করি।
#include<stdio.h>
#include<conio.h>
void main()
{clrscr();
int loop,var1,var2,count=0;
printf(“ENTER THE TWO NUMBERS TO GET GCF\n”);
scanf(“%d %d”,&var1,&var2);
for(loop=2;loop<=var1;loop++)
{ if(var1%loop==0 && var2%loop==0)
printf(“%d\n”,loop);
count++;
break;
}
if(count==0)
printf(“1”);
getch();
}
বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে কোড বিশ্লেষন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।