বন্ধুরা, আমরা সকলেই জানি ফটোশপে গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনিং এ এক গুরুত্বপূর্ণ হাতিয়ার যেকোনো ওয়েব ডিজাইনারের জন্য। বাটন থেকে শুরু করে লোগো সবই তৈরি করা যায় এতে। আজ আমি তাই আপনাদের দেখাবো, কিভাবে একটি চমৎকার একুয়াটিক বাটন তৈরি করা যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
প্রথমে নিচের মত একটি ডকুমেন্ট ওপেন করুন।
এবার নতুন একটি লেয়ার তৈরি করুন।
এখন ফরগ্রাউন্ড কালার হিসেবে নিচের কালার সেট করুন।
ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নিচের কালার সেট করুন।
গ্রাডিয়ান্ট টুল সিলেক্ট করুন এবং উপরের অপশন বার থেকে রেডিয়াল গ্রাডিয়্যান্ট নির্বাচন করুন।
এরপর ডকুমেন্টে মাঝ থেকে নিচের দিকে মাউস ড্র্যাগ করে ছেড়ে দিন। ফলে নিচের মত পাবেন।
এবার rounded rectangle tool সিলেক্ট করুন।
এর জন্য নিচের মত সেটিং ঠিক করুন।
এবার এই টুল দিয়ে নিচের মত শেপ তৈরি করুন।
লেয়ার প্যালেটে যে নতুন লেয়ার তৈরি হল তার blending option উইন্ডো ওপেন করুন।
নিচের মত outer glow এর মান দিন।
ফলে নিচের মত পাবেন।
এবার inner glow এর মান দিন নিচের মত।
এখন color overlay এর মান দিন।
ফলে নিচের মত পাবেন।
কি বন্ধুরা, অবাক হচ্ছেন কি তৈরি হচ্ছে ভেবে ? না, অবাক হওয়ার কিছু নেই। চর্চা করতে থাকুন, সবকিছুই স্বাভাবিক মনে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পরবর্তী পর্বে আমরা এর পূর্ণাংগ রূপ দেব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।
1 comment
linkon
05/10/2011 at 1:56 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
এক কথায় অসাধারন……।