অনলাইন এ আয় করার অনেক উপায় আছে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।
1)Blogging
2)Affiliate
3)Freelancing (অল্প কারন এখান থেকে এখনো এক টাকা আয় করতে পারি নাই) তবে Earning এর জন্য এই Sector অনেক ভাল।
আজ শেয়ার করবো
What is Blog, Blogging and How to Start Blogging Online Earning?
ব্লগ হচ্ছে একটা ইন্টারনেট ভিত্তিক ডায়েরি যেখানে অনেক গুলো লেখা একটা নির্দিষ্ট সিরিয়াল বজায় রেখে সাজানো থাকে। লেখাগুলো সাধারণত দিন হিসেবে সাজানো থাকে। প্রতিটা লেখায় কিছু জিনিস বজায় থাকে যেমন-
* প্রতিটা লেখার একটা নিজস্ব টাইটেল থাকবে যেটা দেখে পাঠকরা সহজেই বুঝতে পারে লেখাটা কি নিয়ে লেখা।
* লেখাগুলোর নিজস্ব URL (ইউনিফর্ম রিসোর্স লোকেটর) লিঙ্ক থাকবে।
* প্রতিটা লেখার আলাদা আলাদা ট্যাগ ওয়ার্ড থাকবে।
ব্লগ সাধারণত করা হয় এমন সব লেখা দিয়ে যেগুলো নিজের জন্য উপকারী না বরং যে পড়বে তার জন্য অনেক উপকারী। ব্লগ লেখার কাজটাকে ব্লগিং বলা হয়। ব্লগিং দুটি কারণে করা হয় ১. পাঠকের জন্য শিক্ষণীয় কিছু শেয়ার করার জন্য এবং
২. অনলাইন ইনকাম এর জন্য যেটাকে সাধারণত Ad Publishing এর কাজ বলা হয়। ব্লগিং করার জন্য নিজস্ব একটি সাইট দরকার হয়। সাইটটি নিজের কেনাও হতে পারে অথবা অনলাইন কিছু ফ্রী সাইটও হতে পারে।
চলতে থাকবে……………….
আরো বিস্তারিত পড়তে চাইলে এখানে দেখতে পারেন
আর Help পেতে Facebook এই Groups যোগ দিতে পারেন।