«

»

younoss

জরুরি ও প্রয়োজনীয় সেবা যখন যেখানে প্রয়োজন, তখনই

হঠাৎ করে আপনি বা আপন আপনজন অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নিতে হবে কিন্তু এই মুহুর্তে আপনি যেখানে আছেন সেখানকার ভাল হাসপাতালের ঠিকানা আপনার জানা নেই কিংবা কিভাবে যাবেন তা জানেন না।

আপনার সামনে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে গেল। এখন অবশ্যই আপনার উচিত কাছাকাছি কোন অগ্নি নির্বাপক অফিসে ফোন দিয়ে জানানো। কিন্তু কাছকাছি কোন অগ্নি নির্বাপক অফিসের ঠিকানা বা কিভাবে যাবেন বা ফোন নাম্বার জানেন না।

আপনার সামনে ঘটে গেল ভয়াবহ চুরি, ডাকাতি বা ছিনতাই বা কেউ এক্সিডেন্ট করে পড়ে আছে। আপনার কি উচিত নয় কাছকাছি কোন পুলিশ স্টেশনে ফোন করে ব্যাপারটি জানানো কিন্তু পুলিশ স্টেশনের ফোন নাম্বারটি তো আপনার জানা নেই।

এছাড়া নানা রকম তাৎক্ষনিক নানা সমস্যার সমাধানের জন্য জরুরি ফোন নাম্বার পাবেন এন্ডয়েডের জন্য ছোট এই এপটিতে।

চলুন এক নজরে দেখে নেই কি কি আছে এতেঃ

১। যে কোন ভাল হাসপাতালের নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ম্যাপ পাবেন।
২। যে কোন পুলিশ স্টেশনের নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ম্যাপ পাবেন।
৩। ফায়ার সার্ভিসের ঠিকানা, ফোন নাম্বার ও ম্যাপ পাবেন।
৪। যে কোন অনিয়ম, দুর্নিতির খবর সংশ্লিস্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন আপনার তথ্য গোপন রেখেই।
৫। কাছকাছি সকল স্টেশনের ঠিকানা ও ম্যাপ পাবেন।
৬। রয়েছে বাংলাদেশর ম্যাপ যেখানে পাবেন আপনার প্রয়োজনীয় সবই।
৭। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড করুন


মন্তব্য দিনঃ

comments

About the author

younoss

younoss

Permanent link to this article: http://techtweets.com.bd/tips-tricks/younoss/64350

মন্তব্য করুন