আমরা প্রায় সবাই ইন্টারনেট থেকে ইবুক ডাউনলোড করতে পছন্দ করি। এরকম ডাউনলোড করতে করতে আমাদের বইয়ের সংখ্যা শত কিংবা হাজারে দাড়ায়। যখন আমাদের বইয়ের সংখ্যা শত কিংবা হাজারে দাড়ায় তখন আমাদের প্রয়োজনীয় বইগুলো সঠিক সময়ে খুঁজে পাইনা। এর কারণ কি কেউ বলতে পারেন। এর কারণ হল আপনার বইগুলো সঠিক ব্যবস্থাপনায় সঠিক জায়গায় রাখা হয় না।
Calibre হল এমন একটি free ebook সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার ই-বুকগুলোকে এক জায়গায় সংরক্ষণ করে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা যেসব ই-বুক ডাউনলোড করে কম্পিউটারে রাখি তার অনেকগুলোই আমরা প্রয়োজনের সময় খুঁজে পাই না। এর কারণ কি? এর কারণ হল আমাদের ই-বুকগুলো সাধারণত কোন একজায়গায় থাকে না। ফলে আমাদের ই-বুকগুলো খুঁজে পেতে অনেক সমস্যা হয়।
যদি এমন হত আমাদের ই-বুক গুলো কোন এক জায়গায় রাখা আছে ঠিক যেমন লাইব্রেরির মত তাহলে কেমন হত । হ্যাঁ এমন একটি সফটওয়্যার রয়েছে যা আপনার ই-বুকগুলোকে এক জায়গায় রেখে দেয়। এতে করে আপনার আর কষ্ট করে বইগুলোকে খুঁজতে হয় না। আপনার প্রয়োজনের সময় আপনি আপনার কাঙ্খিত বইগুলো পেয়ে যেতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করতে এই লকিংে ক্লীক করুন
7 comments
Skip to comment form ↓
jakir
07/03/2011 at 1:29 অপরাহ্ন (UTC 6) Link to this comment
সুন্দর সিস্টেম তো। ধন্যবা রিমন ভাই।
রুবেল অরিয়ন
07/03/2011 at 7:43 অপরাহ্ন (UTC 6) Link to this comment
😛
মো:সাইদুল ইসলাম
09/03/2011 at 1:41 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
Thank u…..
FARARI05
13/03/2011 at 10:38 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
MANY MANY THANKS TO U …..
সায়েম
12/04/2011 at 3:52 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
ধন্যবাদ! হায়দার ভাই… 🙂
md.rifat hossain
22/05/2011 at 7:52 অপরাহ্ন (UTC 6) Link to this comment
অনেক ধন্যবাদ রিমন ভাই।
Masud
04/10/2011 at 10:17 অপরাহ্ন (UTC 6) Link to this comment
THANKS.