অনেকদিন ধরে ভাবতেছিলাম কি করে ইয়াহুর মত জি-মেইলেও Auto response অপশন চালু করা যায়। ঘাটাঘাটি করতে করতে শেষ পর্যন্ত পেয়েও গেলাম। এটা করার জন্য আপনাকে কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না।
প্রথমে আপনার Gmail একাউন্টে লগইন করুন।
তারপর Settings অপশন এ যান।
তারপর Vacation responder এ যেয়ে Vacation responder on অপশনে ক্লীক করুন।
টেক্সট বক্সে অটো রিপ্লাই মেসেজ হিসেবে যা লিখতে চান তা লিখুন।
তারপর Save Changes এ ক্লীক করুন।
এরপর থেকে যারাই আপনাকে মেসেজ পাঠাবে তারাই আপনার অটো মেসেজটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে
2 comments
Nazmul Haque Palash
13/03/2011 at 1:48 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
Yahoo-a ei settings kivabe kore?
RASHED
14/03/2011 at 2:09 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
শেয়ার করার জন্য ধন্যবাদ