Lockimage নামের এই সফটওয়্যারটির মাধ্যমে যে কোন ইমেজকে প্যাসওয়ার্ড প্রোটেক্ট করা যাবে। কম্পিউটারে যদি কোন গুপ্ত ছবি থাকে এবং অন্য কারও নজর থেকে ইমেজটিকে বাঁচিয়ে রাখতে হয় তবে এই Lockimage কে ব্যাবহার করা যাবে। ৩২ কেবির এই ছোট্ট সফটওয়্যারটি খুজে পেলাম,ব্যাবহার করে দেখলাম ভালই লাগছে গুগল কোড লক ইমেজ এখানে জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ LockImage-0.1-bin.zip করে রান করলেই হবে। এটি রান করলেই সামনে যে উনন্ডো আসবে তার File অপশনে গিয়ে ইমেজটি লোকেশান দেখিয়ে দিলেই ইমেজটি এর মধ্যে অপেন হবে,এবার আর একবার File এ গিয়ে Save As করলেই প্যাসওয়ার্ডের উনন্ডো আসবে এখানে প্যাসওয়ার্ডের দিয়ে সেভ করলেই ইমেজটি প্যাসওয়ার্ড প্রোকেক্ট হয়ে যাবে। এর পর থেকে ইমেজটি অপেন করতে হলে প্যাসওয়ার্ড দিয়ে অপেন করতে হবে।
Image File এর Password করা
কি-বোর্ডের F1 থেকে F12 এর কাজ(যারা জানেন না তাদের জন্য )
ফায়ারফক্সে YouTube এর ভিডিও দেখার পাশাপাশি lyrics ও দেখুন
ইয়াহুতে কনটাক্ট (মেইল ID) আমদানি (Import)
বিজয়, অভ্র কিংবা ইউনিকোড নিয়ে সমস্যায় পড়েছেন? তাহলে এ টিউনটি আপনার জন্য ।
আপনি কিভাবে ফ্রিলান্সিং শুরু করবেন? 200$-400$
অরিজিনাল প্রোডাক্ট চেনার ক্ষেত্রে কাস্টমারের ভুমিকা
উইন্ডোজ পিসির ২০% রিজার্ভড ইন্টারনেট স্পিড কাজে লাগান আর ব্যবহার করুন ১০০% ইন্টারনেট স্পিড!!
About the author
Permanent link to this article: http://techtweets.com.bd/tips-tricks/mdabusufian/13141
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
1 comment
Mehedi
25/09/2011 at 4:34 অপরাহ্ন (UTC 6) Link to this comment
জি ভাল লাগলো। লুকোচুরি খেলা শুরু করলাম