আসসালামুআলাইকুম, সবাই আশা করি আল্লাহ তায়ালার রহমতে খুব ভাল আছেন। চলুন আজকের টুইটে…
অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ব্যবহার করেন নি এমন লোক পাওয়াই ভার। কম্পিউটারে সব কিছু যদি নিজের মতো করে নেওয়ার মজাই আলাদা। আজকের আমি আপনাদের জন্য এনেছি কীভাবে পরিবর্তন করবেন আপনার সিস্টেম প্রোপার্টিজের ছবি ও তথ্য। মাই কম্পিউটারের উপর রাইট বাটন ক্লিক করুন, মেনু থেকে Properties নির্বাচন করুন। একটি ডায়লগ বক্স আসবে। এখানে দেখুন মাইক্রোসফট এর লগো ও উইন্ডোজের তথ্য দেথা যাচ্ছে। আপনি চাইলে এই লগোর পরিবর্তে আপনার ছবি ও পচন্দ অনুযায়ী তথ্য দিতে পারবেন।
কিভাবে করবেন???
১. সিস্টেম প্রোপার্টিজের নিচের ছবি ও তথ্য পরিবর্তন করতেঃ
- প্রথমে ২১০*১০৫ মাপের একটি .bmp ছবি নিন। এর জন্য ফটোশপ বা আপনার ইচ্ছা মতো সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
- ছবিটির নাম দিন oemlogo.
- এবার C:\Windows\System32 ফোল্ডোরে যান।
- Oeminfo নামের ইমেজটি উক্ত ফোল্ডারে রিপ্লেস করুন।
- একই ফোল্ডারের Oeminfo.ini ফাইলটি বের করুন।
- Oeminfo.ini ফাইলটি নোটপ্যাডে খুলুন।
- এবার নিচের মতো লিখুন।
[General]
Manufacturer=Powered by…
Model=The Digital Zone
[Support Information]
Line1=The Digital Zone
Line2=By Digital Zone
Line3=
Line4=Take enhance experience with it
Line5=====================
Line6= Windows XP Professional
Line7= Created by The Digital Zone
Line8=-:: Contact Use::-
Line9=———————-
Line10==>> E-mail: digitalzone2050@gmail.com
Line11==>> Website: techtweets.com.bd
- এবার নোটপ্যাডটি সেভ করুন।
- আপনি ইচ্ছা করলে আরো তথ্য যোগ করতে পারেন। তবে এর জন্য আপনাকে প্রত্যেক লাইনে লাইন নম্বার দিতে হবে। উদাহরণটা ভালভাবে লক্ষ্য করুন, তাহলেই হবে।
- এবার দেখুন পরিবর্তনটা কি এসেছে।
২. সিস্টেম প্রোপার্টিজের উপরের ছবি পরিবর্তন
সিস্টেম প্রোপার্টিজের উপরে আরেকটি ছবি দেখতে পাবেন, যা আপনাকে পরিবর্তন করতে হলে সফটওয়্যার লাগাতে হবে। আসুন কীভাবে সফটওয়্যার দ্বারা এটি পরিবর্তন করা যায় তা দেখি।
- প্রথমে ১৮০*১৫৮ পিক্সেলের .bmp ফরম্যাটের একটি ছবি নিন।
- ছবিটি পরিবর্তন করতে হলে sysdm.cpl ফাইলটি এডিট করতে হবে।
- প্রথমে রিসোর্স হ্যাকার সফটওয়্যারটি ডাউনলোড করুন।
- এবার রিসোর্স হ্যাকার চালু করুন।
- File >>> Open ক্লিক করুন।
- এবার C:\Windows\System32 ফোল্ডারে যান।
- এখান থেকে sysdm.cpl ফাইলটি ওপেন করুন।
- রিসোর্স হ্যাকারের বামদিকের প্যানেল থেকে Bitmap >>> 1 >>> 1033 নির্বাচন করুন।
- এবার Action মেনু >>> Replace Bitmap… এ যান।
- Open file with new bitmap বাটনটিতে ক্লিক করুন।
- ডায়লগ বক্সের ডানদিকের Select bitmap to replace এ 1 নির্বাচিত রেখে ফাইলটি সংরক্ষণ করুন।
- এবার রিসোর্স হ্যাকার বন্ধ করে সিস্টেম প্র্রোপার্টিজ দেখুন পরিবর্তন হয়েছে কিনা ছবি।
- সর্তকতা, উইন্ডোজের যে কোন রিসোর্স ফাইল এডিট করা বিপজ্জনক। তাই, রিসোর্সটি এডিট করার পূর্বে অন্য কোন ড্রাইভে বা অন্য কোন নামে কপি করে রাখতে পারেন।
- এতে রিসোর্সটির সমস্যা হলে রিপ্লেস করে দিতে পারবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, ধন্যবাদ…..
3 comments
রাসেল
09/04/2011 at 10:34 অপরাহ্ন (UTC 6) Link to this comment
System32 ফোল্ডোরে কাজ করতে ভয় লাগে……….
ডিজিটাল জোন
10/04/2011 at 10:07 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
ঠিক আছে, সাবধানের মাইর নাই, ঠান্ডা মাথায় কাজ করুন, ধন্যবাদ……..
kedar2222
23/02/2012 at 5:12 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
কাজের টিউন…………. খুব ভালো টিউন…….