«

»

Sadik

নাসা: প্রথম সমগ্র পৃথিবীর ছবি

নাসার নতুন জলবায়ু ও আবহাওয়া সংক্রান্ত কৃত্রিম উপগ্রহ চিত্তাকর্ষকভাবে তার কার্যক্রম শুরু করলো। এই উপগ্রহ প্রথম যে ছবিটি পাঠিয়েছে – তাতে আমরা সমগ্র পৃথিবীর সম্মুখভাগ দেখবার সৌভাগ্য অর্জন করছি – এখন পর্যন্ত পৃথিবীর যত ছবি তোলা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ছবি এটি।

পৃথিবী থেকে প্রায় ৫১২ মাইল বা ৮২৪ কিলোমিটার উপর থেকে NPOESS প্রস্তুতিমূলক প্রকল্প (NPP) কৃত্রিম উপগ্রহের দৃশ্যমান ইনফ্রারেড ইমেজার রেডিত্তমিটার স্যুট (VIIRS)-এর সাহায্যে সমগ্র পৃথিবীটিকে দেখতে পায় সে। ভিআইআইআরএস-এর মাধ্যমে গত ২৪ শে নভেম্বরে উত্তোলিত এটাই সর্বপ্রথম তোলা সমগ্র পৃথিবীর ছবি।

এই নতুন উপগ্রহটিকে বসানো হয়েছে সূর্যের কক্ষপথে ফলে এই উপগ্রহটি প্রতিদিন সূর্যের সাথে একই স্থান প্রদক্ষিন করে থাকে।

এনপিপি হচ্ছে প্রথম উপগ্রহ যা আবহাওয়ার পূর্বাভাস এবং জলবায়ু পর্যবেক্ষণের জন্য তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে। গবেষকদের তথ্যানুযায়ী এটি আরো উন্নত পৃথিবী-পরিদর্শক উপগ্রহের ভিত্তি হিসেবে কাজ করবে।

সংগৃহীত।


মন্তব্য দিনঃ

comments

About the author

Sadik

ছোটবেলা থেকেই কম্পিউটার এর প্রতি অনেক আগ্রহ ছিল। যার জন্য ইন্টারমিডিয়েট এর শুরু থেকে টিউশনি করে টাকা জমিয়ে ২০১১ সালে এর এপ্রিল এ কম্পিউটার কিনি। বর্তমানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা করছি। সারাদিন পিসির সামনে বসে থাকি। প্রতিদিনি শিখছি। ইচ্ছা আছে ফ্রিলানসিং এ একটা ভালো অবস্থানে যাবার। বই পড়তে আর নতুন নতুন যায়গায় ঘুরতে ভালবাসি। ফটোগ্রাফিরও শখ আছে।

Permanent link to this article: http://techtweets.com.bd/science-tech/shiblee/18612

6 comments

Skip to comment form

 1. ঐ ছেলেটি
  jakir

  অনেক সুন্দর একটা টুইট করলেন। অনেক ধন্যবাদ।

  1. Sadik
   Sadik

   ধন্যবাদ ভাইয়া।

 2. MNUWORLD

  আসলেই কি পৃথিবী এই রকম!!!!! ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3. Sadik
  Sadik

  তা তো আমি বলতে পারবনা। একমাত্র নাসাই জানে, ধন্যবাদ।

 4. sheikh.swapon

  Welcome sadik vai for this awesome blog post. http://www.asg-panama.com/

 5. এ.এস.ডি

  ধন্যবাদ ভাইয়া

মন্তব্য করুন