সবাইকে সালাম ও ভালোবাসা জানাই। আশা করি ভালো আছেন।
ওয়েস্ট ইন্ডিজতো জিতেই যাবে মনে হচ্ছে।
যাই হোক আমরা আমাদের প্রিয় কম্পিউটারের ব্যবহার করি ঠিকই, কিন্তু এর ভেতর সম্পর্কে খোঁজ খবর রাখি কম। তা যাতে কম না হয় সেই প্রচেষ্টায় এই টুইট। যেমন আপনি জেনে নিতে পারেন আপনার কম্পিউটারের/সি পি ইউ’র মন মেজাজ কেমন, এই আর কি! 😉
এই মাত্র আমি দেখলাম, আমার সি পি ইউ’র মন মেজাজ ভালো।
যেমন,
আমার সি পি ইউ’র এই মুহূর্তে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস।
সম্পূর্ণ পি সি’র/সিস্টেমের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
[রিডিংগুলু ফারেনহাইট স্কেলেও দেখাচ্ছে।]
আর সি পি ইউ ফান প্রতি মিনিটে ঘুরছে ২৬২০ বার।
আপনিও জেনে নিন আপনার পি সি’র মন মেজাজ।
জানতে প্রথমে BIOS সেটিংএ যান( কম্পিউটার স্টার্ট দেওয়ার সময় ‘Delete’ চেপে ধরুন। কোন কোনও সিস্টেমে দেওয়া থাকে কিভাবে যেতে হবে।)। সেখান থেকে ‘H/M Monitor ’
এ যান।সেখান;
‘ Enter ’
চাপুন। দেখতে পাবেন,
‘—-PC health Status —–’
এখান থেকে জেনে নিতে পারেন আপনার কম্পিউটারের মন মেজাজ!
সবাই ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন।
3 comments
jakir
18/03/2011 at 4:35 অপরাহ্ন (UTC 6) Link to this comment
জেনে নিলাম
কায়েছ
19/03/2011 at 1:31 পূর্বাহ্ন (UTC 6) Link to this comment
বহুত আশা নিয়ে পরতে বসে আশাহত হয়ে গেলাম, লেখাটা “বাচ্ছাদের” জন্য মনে হল
রুবেল অরিয়ন
19/03/2011 at 4:17 অপরাহ্ন (UTC 6) Link to this comment
সেই জন্যইতো টাইটেলে ‘তুমি’ সম্মোদন। বড়দের লেখা কি রকম হয়?