«

»

creative420

সুপারমুনের পাশ দিয়ে উড়ে গেলো ufo,বিজ্ঞানিরা বলছেন এলিয়েন,ভিডিও তে তা স্পস্ট……….(ভিডিও সহ দেখুন)

 1.  
  দেড়শ বছর পর আকাশে উঠেছিল সুপার মুন। আর সেই দৃশ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা পৃথিবীর মানুষ।
  সবার প্রত্যাশা পূরণ করে চাঁদ সেদিন তার রূপে ঝলসে দিয়েছে বিশ্বকে। পৃথিবীর প্রায় সব অঞ্চল থেকেই দেখা গেছে চাঁদের সেই রূপ।
  তবে এক বিশেষ ভিডিওতে চাঁদ ছাড়াও আরও কিছু চোখে পড়ছে। নাসার সেই ‘লাইভ’ ভিডিওতে দেখা গেছে সেই দৃশ্য। ইতিমধ্যেই সেই সন্দেহজনক বস্তুর উপস্থিতির ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
  ‘UFOmania’ নামে একটি ইউটিউব চ্যানেলের ফুটেজে দেখা গেছে, চাঁদের পাশে একটি ক্ষুদ্রকায় বস্তু। ২৪ ঘণ্টায় প্রায় লাখ খানেক মানুষ দেখে ফেলেছে সেই ভিডিও। অনেকেরই দাবি, ভিনগ্রহীদের উপস্থিতির একেবারে স্পষ্ট প্রমাণ এই ভিডিও।
  ভিডিওতে দেখা যাচ্ছে, অদ্ভুত বেগে একটি বস্তু চাঁদ পেরিয়ে যাচ্ছে।
  এটি কোনও মানুষের তৈরি বস্তু নয় বলেই দাবি বিশেষজ্ঞদের। তবে অনেকের মতে এটি কোনও মহাকাশযান। চাঁদের আলোয় চোখে পড়ে গেছে। অনেকেই মনে করে আদতে ভিনগ্রহীদের অবস্থান সম্পর্কে সচেতন নাসা। শুধু তারা কোনও এক অজ্ঞাত কারণে মুখ বন্ধ করে আছে।
  ভিডিও টি দেখতে চাইলে নিচের লিংক এ ক্লিক করুন

ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন


এ সম্পর্কিত আরো কিছু টুইট:

মোটরবাইকে বসবে ২৫ জনের চেয়ে বেশি লোক
মাইক্রোসফট অফিশে সহজেই রাসায়নিক সমীকরন লেখার জন্য এডইন
(ORSOS Islands)ভাসমান শহরে স্বপ্নের বসবাস
একটি জনপ্রিয় ভুল কন্ট্রোল-অলটার-ডিলিট!
চলুন দেখে আসি সাম্প্রতিক বিশ্বের সব নিউজ পাওয়ার জন্য জনপ্রিয় ৫ টি আন্ড্রইয়েড অ্যাপলিকেশন!
কম্পিউটার শিখার যত বই নিয়ে নিন সময় থাকতে
আবারও নতুন ব্র্যান্ড নিয়ে এলো Buymobile.com.bd

মন্তব্য দিনঃ

comments

About the author

creative420

creative420

প্রযুক্তি কে ভালবাসি,ইউটিউবিং,বিটকয়েন এ কাজজ করি,একজন সফল মানুষ হিসেবে গড়ে উঠতে চাই।

Permanent link to this article: http://techtweets.com.bd/science-tech/creative420/79254

মন্তব্য করুন