«

»

Sadik

প্রোগ্রামিং এর জন্য একটি অসাধারন সফ্টওয়্যার!

আমি এখন পর্যন্ত যত সফটওয়্যার ব্যবহার করেছি প্রোগ্রামিং করার জন্য তার মধ্যে সবথেকে ভাল লেগেছে কোডব্লকস। এই সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ। এটি আপনার কোড এর ভুলগুলোকে খুব সহজ ভাবে উপস্থাপন করবে। যার ফলে আপনি কোডিং করে আনন্দ পাবেন।
এটি Windows 2000 / XP / Vista / 7 সবগুলতেই চলবে। আপনারা ওখানে এরকম

১.codeblocks-10.05-setup.exe
২.codeblocks-10.05mingw-setup.exe

দুটি ফাইল দেখতে পাবেন। তবে আপনারা দ্বিতীয়টি ডাউনলোড করবেন (74.0 MB)। আর ইন্সটল করার কাজটি অন্য যেকোনো সফটওয়্যার বা গেমস এর মত।

এবার আমি আপনাদের ডাউনলোড করার লিঙ্ক দিচ্ছি যেখান থেকে এই সফটওয়্যারটি পাবেন।
codeblocks

পূর্বে এই ব্লগে প্রকাশিত।

 


মন্তব্য দিনঃ

comments

About the author

Sadik

ছোটবেলা থেকেই কম্পিউটার এর প্রতি অনেক আগ্রহ ছিল। যার জন্য ইন্টারমিডিয়েট এর শুরু থেকে টিউশনি করে টাকা জমিয়ে ২০১১ সালে এর এপ্রিল এ কম্পিউটার কিনি। বর্তমানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা করছি। সারাদিন পিসির সামনে বসে থাকি। প্রতিদিনি শিখছি। ইচ্ছা আছে ফ্রিলানসিং এ একটা ভালো অবস্থানে যাবার। বই পড়তে আর নতুন নতুন যায়গায় ঘুরতে ভালবাসি। ফটোগ্রাফিরও শখ আছে।

Permanent link to this article: http://techtweets.com.bd/programming/shiblee/18556

4 comments

Skip to comment form

 1. ঐ ছেলেটি
  jakir

  ধন্যবাদ শেয়ারের জন্য। codeblock অনেক দরকারি IDE..

 2. saiam

  কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করা যাবে? আমি প্রোগ্রামিঙে একদম নতুন।

  1. Sadik
   Sadik

   C/C++ উভয় ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করতে পারবেন।

  2. saiam

   ধন্যবাদ

মন্তব্য করুন