প্রিয় টুইটার ও ভিজিটর বন্ধুরা, Techtweets এ এটাই আমার প্রথম টুইট! আমার টুইট গুলো মোটামুটি ন্যানো টুইট হবে বলা যায়। তবে খুব শীঘ্রই আপনাদের জন্য আমরা একটা উপহার প্রদান করতে যাচ্ছি, যা এখন বলব না! তবে আপনাদের জন্য চমক হবে আশা করি। চমক দেয়ার আগে আপনাদের সাথে আমাদের করা কিছু ছোটো ছোটো জিনিস শেয়ার করব।
আমরা সবাই আমাদের বাংলাদেশকে ভালবাসি, আর বাংলাকে প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে নিতে আমরা বেশকিছু প্রোজেক্ট হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের প্রথম প্রোজেক্ট, আমার ছোটো ভাইয়ের করা বাংলা Calculator সাথে scientific calculator. আপনারা ডাউনলোড করুন, ব্যবহার করুন, কমেন্ট করুন। আপনাদের পরামর্শ আমাদের পথ চলতে সহায়তা করবে।
দোয়া করবেন।
আমাদের শ্লোগানঃ
আসুন বাংলার জন্য কাজ করি, বাংলাকে নিয়ে কাজ করি।
এখনি সময় এগিয়ে যাওয়ার চলুন এগিয়ে যাই।
এখান থেকে ডাউনলোড করুন।
ধন্যবাদ।
1 comment
pagol
11/02/2012 at 12:11 অপরাহ্ন (UTC 6) Link to this comment
ধন্যবাদ ভাইজান