Techtweets এর ভাইদের সালাম এবং অন্যান্য ধর্মবলম্বলী ভাইদের আদাব জানিয়ে শুরু করছি। আজ আপনাদের মাঝে একটি Tricks Share করব। আগেই বলে রাখছি Comment এ কিছু আজেবাজে Comment আসলে Tune টি এড়িয়ে যাবেন না । আসলে সবার প্রয়োজনটি সমান নয় এই ব্যাপারটি আমাদের সবার মাথায় রাখতে হবে ।
তাহলে আর কথা না বলে শুরু করে দেই । আমাদের মধ্যে অনেকেরই Facebook Fan Page আছে কিন্তু সেগুলোতে আরশান্বিত Fans নেই । তবে এগুলোতে আমরা চাইলেই প্রতিদিন ৩০ মিনিট সমর ব্যয় করে ১,০০০ করে Fans নিয়ে আসতে পারি । এর জন্য প্রথমে এই লিংক যান ।
তারপরে নিচের ধাপ গুলো Complete করুন . . . Registration > E-mail Verification করুন > Login করে > > Add a Page Click করুন > আপনার Facebook Fan Page এর link দিয়ে দিন এবং Add Page Click করুন > Limit set করুন 2 (আপনি আপনার Fan Page এর জন্য কত পয়েন্ট সেট করতে চান এটি সেই Limit). Tune টি ভাল লাগলে Comment করতে ভূলবেন না । ধন্যবাদ।