আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার/ওয়েব পেজ ডিজাইনার হন তাহলে ৯৯ডিজাইন সাইটির মাধ্যমে অনলাইনে টাকা উপার্জন করতে পারেন। এটি বিশ্বস্ত একটি সাইট। এখানে প্রতিদিন প্রচুর কাজ জমা হয়। বাংলাদেশের অনেকেই এখানে কাজ করে।জানি না এটা সম্পর্কে জানেন কি না ! আমি কাজ করতে ছি এই সাইটে । খুভ ই সুন্দর একটি সাইট।টাকা তুলতে পারবেন। পেপাল, মানিবুকার্স, ওয়েসটার্ন এর মাধ্যমে।….
প্রতি টি লিন্ক এ ক্লিক করার পর যে পেজটি আসবে তার উপরের ডান কোনে Skip Add এ ক্লিক করুন। (এই সাইটে ইন্ভসট বা রেফারেন্স এর কোন সুযোগ না ই তাই . . . . . )
Logo, T-Shirt, Banner, Webpage ইত্যাদি কাজ এখানে করা হয়।
এখানে বড় সুবিধা হল যে, কাজের জন্য বিড করতে হয় না। প্রতেক্য টি কাজের জন্য এখানে ডিজাইনার দের মধ্যে কনটেষ্ট হয়। সবার মধ্য থেকে ক্লাইন্ট একজন কে বিজয়ী নিবার্চন করবে।
৯৯ডিজাইন সাইটে রেজিস্টেশন করার ধাপ সমূহ দেওয়া হলো-
প্রথমে সাইটে প্রবেশ করুন।
যে পেজটি আসবে তার উপরের ডানদিকে register এ ক্লিক করুন।
তার পর যে পেজটি আসবে তাতে ইমেইল এর জায়গায় আপনার ইমেইল এড্রেস দিন।
display name এ আপনার নাম লিখুন।
password এর জায়গায় আপনার পাসওয়ার্ড দিন।
Confirm Password এখানে আবার পাসওয়ার্ড দিন।
I’m a Desiner এর পাশের রেডিও বাটনে click করুন।
I agree to abide by the 99designs এর পাশে চেকবক্সে টিক চিন্হ দিন।
Create account এ ক্লিক করুন।
এবার আপনার ইমেইল এড্রেস এ গিয়ে দেখুন ৯৯ডিজাইন থেকে একটি মেইল এসেছে। তার মধ্যে একটি লিন্ক পাবেন। তাতে ক্লিক করুন।
তারপর আপনার একাউন্টটি একটিভ করুন।
আপনার একাউন্টে লগিন করার পর browes projects এ ক্লিক করুন। যে পেজটি আসবে তাতেকে এটি কাজ পছন্দ করে তাতে ক্লিক করুন। ক্লায়েন্ট কি রকম ডিজাইন চায় তা জানার জন্য ডিজাইন ব্রিফ পরতে পারেন।
ডিজাইন সাবমিট করার জন্য ডিজাইন ব্রিফ এর পাশের বাটনে ক্লিক করুন। চুজফাইলে ক্লিক করে আপনার ডিজাইনটি দিন এবং দিজ ওয়ার্ক ইজ মাই ওউন ওরজিনাল আর্টওয়াক এর রেডিও বাটনে ক্লিক করুন।
”সাবমিট মাই এন্ট্রি” এ ক্লিক করে আপনার ডিজাইন টি সাবমিট করুন।
2 comments
Nazrul
17/01/2012 at 8:23 অপরাহ্ন (UTC 6) Link to this comment
সুন্দর ভাবে বুঝিয়েছেন, ধন্যবাদ আপনাকে ।
mbfake420
17/01/2012 at 11:54 অপরাহ্ন (UTC 6) Link to this comment
ধন্যবাদ ।