ওয়েব এবং গ্রাফিক – এই দুটি প্লাটফর্ম অনেকটা একে অপরের উপর নির্ভরশীল। তাই আগেই বলে রাখি শুধু ওয়েব ডিজাইনার আর শুধু গ্রাফিক ডিজাইনার হলে পরবর্তি বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হবেন। তবে এক্সপার্ট লেভেলে পৌছুতে পারলে অন্য ব্যাপার।
- প্রথমে শিখে নিন HTML এবং CSS.
- HTML ও CSS শিখার পর, শুরু করে দিবেন HTML5 ও CSS3 শেখা। যেগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং সহজে শিখতে পারবেন।
- তারপর শুরু করবেন গ্রাফিক ডিজাইনের কাজ। গ্রাফিক ডিজাইনের জন্য শিখতে পারেন Adobe Photoshop এবং Adobe Illustrator.
- এর পর শিখে নিন PHP, MySQL, jQuery (এগুলো গুরুত্বপুর্ন – এডভান্স লেভেল এর ওয়েব সাইট এর কাজ করার জন্য)
~~ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট~~
HTML + CSS + PHP, MySQL, jQuery টিউটোরিয়ালের সাইট:
- http://w3schools.com/
- http://www.webcoachbd.com/
- http://learncss.tutsplus.com/
- http://codecademy.com
- http://api.jquery.com/
- http://jsfiddle.net/ (jQuery Practice এর জন্য)
- http://www.w3programmers.com/
Software Used:
- Adobe Dreamweaver (Tutorial এর জন্য Lynda.com এর Essential Training টা দেখতে পারেন)
- Microsoft Expression Web
- NetBeans
~~ গ্রাফিক ডিজাইন~~
এখানে আমি Lynda.com থেকে প্রকাশিত কিছু ভিডিও টিউটোরিয়াল এর নাম দিলাম। এগুলো জোগাড় করে ফেলুন। পারলে কিনে নিন অথবা টরেন্ট থেকে ডাউনলোড করে নিন। সবচাইতে ভালো সুবিধা হচ্ছে, এগুলো দিয়ে ধাপে ধাপে কাজ শিখতে পারবেন। এগুলো ছাড়াও অনেক টিউটরিয়াল পাবেন http://www.youtube.com, http://psd.tutsplus.com ইত্যাদি সাইটে।
Adobe Photoshop
- Adobe Photoshop Cs6 One-on-One Fundamentals
- Adobe Photoshop Cs6 One-on-One Advanced
- Adobe Photoshop Cs6 One-on-One Mastery
Adobe Illustrator
- Adobe Illustrator Cs6 One-on-One Fundamentals
- Adobe Illustrator Cs6 One-on-One Advanced
- Adobe Illustrator Cs6 One-on-One Mastery
ডাউনলোড লিঙ্ক দেয়া হলো না কারন এই গুলো কিছুদিন পর পর পরিবর্তন হয়। টাইটেল কপি করে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।
এর পাশাপাশি Flash এর কাজ শিখে নিতে পারেন। সেইটা আমার অভিজ্ঞতা কম তাই বিস্তারিত বললাম না। প্রয়োজনে পরবর্তিতে যুক্ত করা হবে।
একটা কথা আমি প্রায়ই আমার বন্ধুদের বলি, “ফ্রিল্যান্সার হতে হলে সাকিব আল হাসান হতে হয় মানে সেরা অলরাউন্ডার। তা না হলে উন্নতি করা কঠিন“। যত পারবেন তত লাভ। তাই চেষ্টা করবেন বেশি বেশি সার্চ করতে, অনুশীলন করতে, অন্যদের কাজ দেখতে। কাজ শিখতে শিখতেই আপনার পোর্টফলিও এর জন্য অনেক আইটেম রেডি হয়ে যাবে। তাই কাজ শিখে ওডেস্ক এর মাঠে নেমে যান আর নিয়ে চলুন বাংলাদেশকে ১ম স্থানে।
1 comment
Arifulislam
20/07/2013 at 12:57 অপরাহ্ন (UTC 6) Link to this comment
Nice post ……………
————————————-
Web develpment in bangladesh