আচ্ছালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। এবার আসেছি একটি বাংলা টাইপিং সফটওয়্যার নিয়ে। দীর্ঘ অনেক দিন থেকেই লক্ষ্য করছি টেকটুইটস এর কয়েক জন সদস্য Bangla Typing Master সফটওয়্যারটির ফুল ভার্সনের জন্য অনুরোধ করে আসছেন সবার কাছে হয়তো সফটওয়্যারটি অনেক জরুরী তাই সফটওয়্যারটির নিয়ে হাজিরহলাম। আমি চেষ্টা করেছি এবং সফল হয়েছি।
পোর্টেবল ভার্সন।
ডাউনলোড করে নিন।
বাংলা ভাষায় টেকনোলজি বিষয় নিয়ে এলো প্রযুক্তির সমাহার
টিউন অ্যারে, বাংলা ব্লগিং এর মাধ্যমে নিয়ে এল প্রযুক্তির সমাহার৷ বাংলাদেশের প্রতিটি মানুষের প্রযুক্তি জ্ঞানের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রযুক্তি বিষয়ে লেখালেখির মাধ্যমে বিপুল জনসমষ্টিকে প্রযুক্তি সচেতন করে গড়ে তোলাই টিউন অ্যারের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে টিউন অ্যারে চায় সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষায় এক অসাধারণ মিলন মেলায় পরিণত করতে। তাই তরুণ সমাজে বাংলা ভাষায় মানুষের কাছে আরো স্বাধীন ভাবে প্রযুক্তিকে তুলে ধরতে। টিউন অ্যারে জন্ম দিল প্রযুক্তির সমাহার।
টিউন অ্যারে http://tunearray.com
টিউন অ্যারে ফেসবুক পাতা https://www.facebook.com/tunearraycom